Homeখবররাজ্যমাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ছে ডিভিসি, রাজ্যের চার জেলায় বন্যার আশঙ্কা ...

মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ছে ডিভিসি, রাজ্যের চার জেলায় বন্যার আশঙ্কা  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সাত জেলায় মঙ্গলবার বন্যা নিয়ে সতর্কতা জারি হওয়ার এক দিন পরে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৯০ হাজার কিউসেক জল ছেড়েছে। ফলে রাজ্যের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অববাহিকা অঞ্চলে লাগাতার প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে মঙ্গলবার সাত জেলায় বন্যা-সতর্কতা জারি করা হয়। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম।

এর পর পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ডিভিসি জল ছাড়ার ফলে রাজ্যের চারটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য সেচ ও জলপথ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা বাঁধ থেকে জল ছাড়ার ব্যাপারে ডিভিসি ও ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবং পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। তবে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে, পরে দফায় দফায় আরও জল ছাড়তে হতে পারে।

ইতিমধ্যে নিম্নচাপের ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়ে চলেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার খবর এসেছে কোচবিহার, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, কালিম্পং, পুরুলিয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।

rain in Kolkata 1 04.10

আবহাওয়া দফতর কী বলছে

মঙ্গলবার আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, “গতকালের নিম্নচাপ অঞ্চল এখন দক্ষিণপূর্ব ঝাড়খণ্ড ও তার আশপাশের অঞ্চলে কেন্দ্রীভূত রয়েছে। আগামী দু’-তিন দিন পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি পূর্ব দিকে যেতে পারে।” ফলে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা ও মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার এবং বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে।

আবহাওয়া দফতর বলেছে, বঙ্গোপসাগরে এখনই আর-একটি নিম্নচাপ পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এখন যে নিম্নচাপ পরিস্থিতি রয়েছে তা চলে না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কবে এখান থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

লেক ফেটে বাঁধ ভাঙল তিস্তায়, ভয়ংকর দুর্যোগ সিকিমে, ২৩ সেনা জওয়ান নিখোঁজ, বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

সাম্প্রতিকতম

সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

খবর অনলাইন ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি...

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার...

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের...

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। এরই মধ্যে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন...

আরও পড়ুন

হিডকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

কলকাতা: হিডকোর জমি দখল করে গড়ে তোলা পার্টি অফিস সরানো বা ভেঙে ফেলার নির্দেশ...

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধিকারী বিতান আহমেদ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চান...