Homeখেলাধুলোক্রিকেটটি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

প্রকাশিত

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২)

অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন ম্যাক্সওয়েল ১০৪ নট আউট, ট্র্যাভিস হেড ৩৫, রবি বিশনয় ২-৩২)

গুয়াহাটি: জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২১ রান। ক্রিজে রয়েছেন ম্যাথু ওয়েড এবং গ্লেন ম্যাক্সওয়েল। বল করবেন প্রসিধ কৃষ্ণ। যেখানে ১৯ ওভারে হয়েছে ২০২ রান, অর্থাৎ গড়ে প্রতি ওভারে ১০.৬ রান, সেখানে শেষ ওভারে ২১ রান? জয় সম্পর্কে কিছুটা নিশ্চিন্তই ছিল ভারতের সমর্থকরা। কিন্তু ক্রিজে যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, যাঁর ব্যাটিং বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়ে অস্ট্রেলিয়াকে শেষ চারে পৌঁছে দিয়েছিল এবং সেখান থেকে বিশ্বকাপ জয়।

প্রসিধ কৃষ্ণের প্রথম বল। ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ম্যাথু ওয়েড। পরের বলে ১ রান নিয়ে স্ট্রাইক দিয়ে দিলেন ম্যাক্সওয়েলকে। হাতে ৪টি বল, জয়ের জন্য করতে হবে ১৬ রান। প্রসিধের তৃতীয় বলে ছয় এবং বাকি ৩টি বলে ৩টি চার মেরে জয় এনে দিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২২৫ রান করে জিতে গেল ৫ উইকেটে। ৪৮ বলে ১০৪ রান করে নট আউট থেকে ‘প্লেয়ার অভ দ্য ম্যাচ’-এর পুরষ্কার তুলে নিলেন ম্যাক্সওয়েল।

ঋতুরাজের সেঞ্চুরি

মঙ্গলবার গুয়াহাটির বর্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। দলের ২৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী জয়সোয়াল এবং ঈশান কিষান। পরিস্থিতি সামাল দেন ঋতুরাজ গায়কোয়াড় এবং দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৪ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলেও রান ওঠার গতি বেশ দ্রুতই ছিল। তবে ঋতুরাজ আর সূর্যকুমার জুটি বাঁধার পর ঝড়ের গতিতে রান উঠতে থাকে। দু’জনের মধ্যে সূর্যকুমার অবশ্য অনেক বেশি মারমুখী ছিলেন।

তৃতীয় উইকেটের জুটিতে ৫৭ রান ওঠার পর আউট হয়ে ফিরে যান সূর্যকুমার। ৫৭ রানের মধ্যে ৩৯ রানই ছিল সূর্যকুমারের। এর পর ঋতুরাজের সঙ্গী হন তিলক বর্মা। এ বার ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ঋতুরাজ। নিজের সেঞ্চুরিও করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের রান ওঠে ৩ উইকেটে ২২২। অর্থাৎ চতুর্থ উইকেটের জুটিতে দুই ব্যাটার অবিচ্ছেদ্য ভাবে যোগ করেন ১৪১ রান। এর মধ্যে তিলকের অবদান ছিল ২৪ বলে ৩১ রান। ১৪১ রানের মধ্যে তিলকের রান ৩১। তা হলে বোঝাই যাচ্ছে কতটা মারমুখী ছিলেন ঋতুরাজ। তিনি ৫৭ বলে ১২৩ রান করে নট আউট থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট দখল করেন জ্যাসন বেহরেনডর্ফ, কেন রিচার্ডসন এবং আরোন হার্ডি।

ভারত এগিয়ে থাকল ২-১ ফলে

জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা ২২৩ রান তাড়া করতে গিয়ে ১৩৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। একে একে আউট হয়ে যান আরোন হার্ডি (১২ বলে ১৬ রান), ট্র্যাভিস হেড (১৮ বলে ৩৫), জোশ ইংলিস (৬ বলে ১০ রান), মার্কাস স্টয়নিস (২১ বলে ১৭ রান) এবং টিম ডেভিড (১ বলে ০ রান)। ১৩.৩ ওভারে ১৩৪ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে উইকেটগুলি ভাগ করে নেন রবি বিশনয় (২-৩২), অবেশ খান (১-৩৭), অক্ষর পটেল (১-৩৭) এবং অর্শদীপ সিং (১-৪৪)।

তখনও জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৮৭ রান। হাতে ছিল ৩৯টা বল। ম্যাথু ওয়েডকে নিয়ে শুরু হল গ্লেন ম্যাক্সওয়েলের খেলা। সেই খেলায় সফল হলেন তিনি। ভারতের কোনো বোলারই বিচলিত করতে পারেননি ম্যাক্সওয়েলকে। শেষ পর্যন্ত ওয়েড ও ম্যাক্সওয়েল অবিচ্ছেদ্য থেকে জয়ের পথে ফেরালেন অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ভারত এগিয়ে থাকল ২-১ ফলে।

আরও পড়ুন

টি২০ সিরিজ: যশস্বী, ঈশান, ঋতুরাজ, রিঙ্কুর ব্যাটিং এবং বিশনয় ও প্রসিধের বোলিং-এর দৌলতে ভারত ২-০

টি২০ সিরিজ: রুদ্ধশ্বাস শেষ ওভার, শেষ বলে রিঙ্কু জয় এনে দিলেন ভারতের

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই...

আরও পড়ুন

“কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে?”, কেন এ কথা বললেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার  

খবর অনলাইন ডেস্ক: “কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে? এই মানুষটা একেবারে আলাদা।...

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৩৫-৬ (সুনীল নারিন ৮১, ফিল সল্ট ৩২, ...