Homeশিল্প-বাণিজ্যইউপিআই লেনদেনে জুড়ছে ১.১ শতাংশ পর্যন্ত শুল্ক, সাধারণ গ্রাহকদের উপর প্রভাব পড়বে...

ইউপিআই লেনদেনে জুড়ছে ১.১ শতাংশ পর্যন্ত শুল্ক, সাধারণ গ্রাহকদের উপর প্রভাব পড়বে কি?

প্রকাশিত

এ বার থেকে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI) লেনদেনের উপরে বসতে চলেছে ১.১ শতাংশ পর্যন্ত বিনিময় শুল্ক বা ইন্টারচেঞ্জ ফি (Interchange Fee)। ন্য়াশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (National Payments Corporation of India) তরফে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই চার্জ বসানোর সুপারিশ করা হয়েছে। এতে কি সাধারণ গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে?

কাদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১ এপ্রিল থেকেই ইউপিআই (UPI)-এর মাধ্যমে করা লেনদেনের উপর নয়া ব্যবস্থা কার্যকর করছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। তবে সাধারণ গ্রাহকদের উপর সরাসরি এই প্রভাব পড়বে না। তাঁরা আগের মতোই বিনামূল্যে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন। ব্যবসায়িক কারণে যাঁরা অর্থ লেনদেন করেন, শুধুমাত্র তাঁদেরই গুনতে হবে অতিরিক্ত টাকা। বিষয়টি স্পষ্ট করে একটি বিবৃতি জারি করেছে এনপিসিআই।

এনপিসিআই বলেছে, ইউপিআই-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের জন্য গ্রাহকদের কোনো ফি দিতে হবে না। দেশের সর্বাধিক ৯৯.৯ শতাংশ ইউপিআই লেনদেন শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই করা হয়।

সাধারণ গ্রাহকের উপর সরাসরি প্রভাব পড়বে নয়

এনপিসিআই জানিয়েছে, ইউপিআই পেমেন্টের জন্য ব্যাঙ্ক বা গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না। এ ছাড়াও, এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ইউপিআই লেনদেন করলেও কোনো চার্জ দিতে হবে না।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা অনুসারে, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই ওয়ালেট) এখন ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের অংশ। এর পরিপ্রেক্ষিতে, পিপিআই ওয়ালেটগুলিকে ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের একটি অংশ হওয়ার অনুমতি দিয়েছে এনপিসিআই। ইন্টারচেঞ্জ চার্জ শুধুমাত্র পিপিআই ব্যবসায়ীদের লেনদেন (প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস মার্চেন্ট লেনদেন)-এর উপর প্রযোজ্য হবে। তবে এর জন্য গ্রাহককে কোনো ফি দিতে হবে না।

কীসে কত বিনিময় শুল্ক

এনপিসিআই সার্কুলার অনুসারে, গুগল পে (Google Pay), পেটিএম (Paytm), ফোন পে (PhonePe) বা অন্যান্য অ্যাপের মাধ্যমে করা পেমেন্টে ১.১ শতাংশ পর্যন্ত ইন্টারচেঞ্জ রেট দিতে হবে। বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের জন্য ইন্টারচেঞ্জ ফি পরিবর্তিত হয়। এটি ০.৫ শতাংশ থেকে ১.১ শতাংশ পর্যন্ত এবং নির্দিষ্ট বিভাগের জন্য নির্দিষ্ট সীমা প্রযোজ্য। টেলিকম, শিক্ষা, কৃষি এবং ইউটিলিটি/পোস্ট অফিসের জন্য ইন্টারচেঞ্জ ফি হল ০.৭ শতাংশ, যেখানে সুপারমার্কেটের জন্য ফি হল লেনদেনের মূল্যের ০.৯ শতাংশ৷ বিমা, সরকার, মিউচুয়াল ফান্ড এবং রেলওয়ের জন্য ১ শতাংশ চার্জ, জ্বালানির জন্য ০.৫ শতাংশ চার্জ ধার্য করা হবে।

আরও পড়ুন: কর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...