রামনবমীর পৌরাণিক কাহিনী সম্পর্কে জেনে নিন

0

শাস্ত্র মতে ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে নানা অবতারে মর্তে আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগে তিনি ভগবান রামের অবতারে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে জন্ম নিয়েছিলেন। সংসারকে কিছু বিষয়ে শিক্ষাদান করতেই তিনি মর্তে অবতীর্ণ হয়েছিলেন।

পুরাণ মতে, ভগবান রামের এই জন্মতিথিই রামনবমী হিসেবে পালিত হয়। চৈত্র মাসের নবমী তিথিতে এই দিনটি মহা সমারোহের সহিত পালিত হয়। হিন্দু ধমাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন হিসেবে গণ্য হয়।

ধারণা করা হয়, ঈশ্বররা প্রতিটি যুগেই মানুষের উপর হওয়া অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে বিভিন্ন অবতার রূপে জন্ম নেন। সেরকমই ভগবান বিষ্ণু নানা অবতারে বিভিন্ন যুগে মানুষের রক্ষার জন্য মর্তে জন্ম নিয়েছিলেন।

ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রামচন্দ্র, যিনি অশুভ শক্তিকে দমন করে সত্যের জয়ের প্রতীক স্বরূপ।

ধর্মকে দূরে সরিয়ে ধর্মের প্রতিষ্ঠাকারক শ্রী রামচন্দ্রের জন্মদিনে প্রতিটি হিন্দু বাড়িতে নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। নানারকম পুজো পাঠ, আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ সমারোহের সহিত পালিত হয় এই দিন।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.