Homeখবরদেশকেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল, শুনানি ৫...

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল, শুনানি ৫ এপ্রিল

প্রকাশিত

নয়াদিল্লি: সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগ। সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল।

ক’দিন আগেই কংগ্রেস বাদে অন্তত আটটি বিরোধী দল কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠি লিখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পৃথক পিটিশন দায়ের করার পরিকল্পনার কথাও জানা গিয়েছিল। এই অভিযোগে শুক্রবার ১৪টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে

জানা গিয়েছে, কংগ্রেস এবং অন্যান্য ১৩টি বিরোধী দল কেন্দ্রীয় সরকারের দ্বারা ‘তদন্ত সংস্থাগুলির অপব্যবহারের’ অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। ৫ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। যে দলগুলি সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল-ইউনাইটেড, ভারত রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব ঠাকরের দল), ন্যাশনাল কনফারেন্স, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, বামফ্রন্ট ও ডিএমকে।

বিরোধী দলগুলি তাদের আবেদনে বলেছে, “আমরা ভবিষ্যতের জন্য নির্দেশিকা চাইছি”। বিরোধী নেতাদের গ্রেফতারে ইডি এবং সিবিআই-এর মতো তদন্ত সংস্থাগুলির নির্বিচারে ব্যবহারের অভিযোগ করেছে তারা। তাদের আরও অভিযোগ, ২০১৪-এর পরে যখন নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসে তখন এ ধরনের মামলা নথিভুক্তির ক্ষেত্রে একটি “বিশাল বৃদ্ধি” ঘটেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগে আগে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন বিরোধী নেতারা। সেখানে সাক্ষর করেছিলেন মমতা। মঙ্গলবার ওড়িশা সফরের আগে তিনি এই প্রসঙ্গে ফের একবার সরব হন।

সম্প্রতি বিভিন্ন প্রকল্পের পর্যবেক্ষণের জন্য একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, তা খতিয়ে দেখে তারা। সেই সব প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি-র কথায় শুধু টিম পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র।”

আরও পড়ুন: বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক মমতার

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

আরও পড়ুন

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...