Homeখবরদেশভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। ভারতে এখন লোকসভা ভোট চলছে। ফলাফল আগামী ৪ জুন। নয়াদিল্লিতে গঠিত হবে নতুন সরকার। তার পরপরই নয়াদিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই একই সময়ে চিন সফরেও যাবেন হাসিনা।

ওয়াকিবহাল মহলের মতে, ঢাকা ও বেজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারত উদ্বিগ্ন, বিশেষ করে প্রতিরক্ষা খাতে, চিনের অস্ত্র দ্রুত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান ভিত্তি হয়ে উঠার বিষয়টি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এমন একটা পরিস্থিতিতেই ভারতে আসতে চলেছেন শেখ হাসিনা।

সবকিছু ঠিকঠাক চললে, লোকসভা ভোটের পর ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে আসা প্রথম বিশ্বনেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে হাসিনার। ওই বৈঠকে বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চিনা উপস্থিতি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই বিষয়টি নিয়ে নয়াদিল্লির “উদ্বেগ বেড়েছে”। সূত্রের খবর, গত বছর চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়ায় কমিশন পেয়েছে ১.২ বিলিয়ন ডলারের ‘বিএনএস শেখ হাসিনা’ সাবমেরিন ঘাঁটি। এটা চিনের সহায়তায় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি।

বাংলাদেশ নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করেছে। তারা ‘ফোর্সেস গোল-২০৩০’-এর বাস্তবায়ন করছে। দেশের ফ্ল্যাগশিপ প্রতিরক্ষা নীতি ২০০৯ সালে প্রকাশ্যে আনা হয়েছিল। সাবমেরিন ঘাঁটিটি ঢাকার দুটি সাবমেরিন-বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা-ও স্থাপন করবে।

সূত্রের মতে, বাংলাদেশ-চিন সম্পর্কের উপর নজর রাখছে ভারত। প্রতিটি দেশের একটি স্বাধীন প্রতিরক্ষা এবং বিদেশ নীতির নিজস্ব সার্বভৌম অধিকার রয়েছে। তবে, বাংলাদেশ ও চিনের সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের বিষয়টি ভারতের নজর এডানোর কথা নয়।

বাংলাদেশ সরকারের সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে প্রকাশ, ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকার ভারত ও চিনের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখবে, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পডুন: ‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...