Homeখবরদেশকর্পোরেট অনুদানের ৭০ শতাংশই বিজেপি-র ভাঁড়ারে! দ্বিতীয় স্থান থেকে অপসারিত কংগ্রেস

কর্পোরেট অনুদানের ৭০ শতাংশই বিজেপি-র ভাঁড়ারে! দ্বিতীয় স্থান থেকে অপসারিত কংগ্রেস

প্রকাশিত

নয়াদিল্লি: দল চালাতে টাকার দরকার। ভোটে লড়তেও চাই টাকা। বিজেপি হোক বা কংগ্রেস বা যে কোনও আঞ্চলিক দল, প্রত্যেকেই জনগণ অথবা কর্পোরেটদের কাছ থেকে পাওয়া অনুদান দিয়ে আর্থিক প্রয়োজনীয়তা মেটায়। ২০২২-২৩ সালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত অনুদান সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী (ইলেক্টোরাল) ট্রাস্টের মাধ্যমে মোট ৩৬৩ কোটি টাকা অনুদান হিসাবে পেয়েছে ৩৯টি ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার থেকে। এই সময়ের মধ্যে বিজেপি ২৫০ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলির থেকে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে বিজেপি পেয়েছে ২৫৯ কোটি ৮ লক্ষ টাকা। অর্থাৎ মোট অনুদানের ৭০.৬৯ শতাংশ। এ ছাড়া, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) মোট অনুদানের প্রায় ২৫ শতাংশ পেয়েছে। এখানে আশ্চর্যের বিষয় হল ২০২২-২৩ সালে বিজেপির পরে অনুদান পাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের পরিবর্তে একটি আঞ্চলিক দল দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এদিকে ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি এবং কংগ্রেস সম্মিলিত ভাবে পেয়েছে মাত্র ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। সমাজ নির্বাচনী ট্রাস্ট কংগ্রেসকে ৫০ লক্ষ অনুদান দিয়েছে। অন্যদিকে, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট চারটি রাজনৈতিক দল – বিজেপি, বিআরএস, ওয়াইএসআর কংগ্রেস এবং এএপিকে অনুদান দিয়েছে।

২০২২-২৩ সালের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ট্রাস্টের অবদান বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে এডিআর। রিপোর্টে বলা হয়েছে, ৩৯টি কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যারা নির্বাচনী ট্রাস্টগুলিতে এই বিশাল অঙ্কের অবদান রেখেছে। ৩৪টি কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টে ৩৬০ কোটি টাকারও বেশি অবদান রেখেছে।

আরও পড়ুন: চর্চায় করোনার নতুন উপরূপ জেএন.১, প্রকট নতুন ২ উপসর্গ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।