নয়াদিল্লি: ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ১০০ দিনের প্রকল্পে মজুরি সংশোধন করল কেন্দ্রীয় সরকার। মজুরির হার বৃদ্ধির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে হরিয়ানার দৈনিক মজুরি সর্বোচ্চ ৩৭৫ টাকা প্রতিদিন এবং মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে সর্বনিম্ন ২২১ টাকা। কেন্দ্রীয় গ্রামীণ মন্ত্রক উন্নয়ন ২৪ মার্চ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের অধীনে মজুরি হারে পরিবর্তনের বিষয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যভেদে মজুরি ৭ থেকে ২৬ টাকা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি কার্যকর হচ্ছে ১ এপ্রিল থেকে। আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি মজুরি বেড়েছে রাজস্থানে। ২০২২-২৩ অর্থবর্ষের ২৩১ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫৫ টাকা। বিহার ও ঝাড়খণ্ডে মজুরি আট শতাংশ বেড়েছে। ২১০ টাকার পরিবর্তে হয়েছে ২২৮ টাকা। ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশের সর্বনিম্ন দৈনিক মজুরি ২২১ টাকা, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে এই দুই রাজ্যে দৈনিক মজুরি ছিল ২০৪ টাকা।
রাজ্যগুলির জন্য মজুরি বৃদ্ধি ২ থেকে ১০ শতাংশের মধ্যে রেখেছে মন্ত্রক। কর্নাটক, গোয়া, মেঘালয় এবং মণিপুরের মতো রাজ্যগুলিতে সবচেয়ে কম হারে বেড়েছে মজুরি।
এ দিকে, ১০০ দিনের কাজে বাংলাকে কেন্দ্রের বঞ্চনা চলছেই। অন্যান্য রাজ্যে মজুরি বাড়লেও বাংলার প্রাপ্তির ঘর ফাঁকাই থাকল। নতুন অর্থবর্ষেও কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার রাজনীতি থেকে রেহাই দেওয়া হচ্ছে না রাজ্যকে। বাংলাকে ভাতে মারতে প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ আপাতত শূন্যই থাকছে।
আরও পড়ুন: ‘শহিদের ছেলেকে মিরজাফর বলা হলে কোনো মামলা হয় না’, বিজেপিকে তীব্র আক্রমণ প্রিয়ঙ্কা গান্ধীর
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

