Homeখবরদেশপ্রেমিক-প্রেমিকার মধ্যে আলিঙ্গন ও চুম্বন যৌন হয়রানি নয়, প্রাকৃতিক আচরণ, বলল হাইকোর্ট

প্রেমিক-প্রেমিকার মধ্যে আলিঙ্গন ও চুম্বন যৌন হয়রানি নয়, প্রাকৃতিক আচরণ, বলল হাইকোর্ট

প্রকাশিত

প্রেমিক-প্রেমিকার মধ্যে আলিঙ্গন ও চুম্বন যৌন হয়রানির আওতায় পড়ে না। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এই রায়ের মাধ্যমে তামিলনাড়ুর তুতিকোরিনের এক ২০ বছর বয়সি যুবকের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা খারিজ করে দেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, যুবকটি ট্রায়াল কোর্টের কার্যক্রম চ্যালেঞ্জ জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআরটি বাতিল করার আবেদন করেছিলেন।

মামলার পটভূমি

এই মামলা শুরু হয় ১৯ বছর বয়সি এক তরুণীর অভিযোগ থেকে। তরুণীটির সঙ্গে যুবকের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। ২০২২ সালের নভেম্বর মাসে তাঁরা একটি নির্জন জায়গায় সময় কাটাতে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ অনুযায়ী, সেদিন যুবকটি আচমকা তাঁকে আলিঙ্গন ও চুম্বন করেন। বাড়ি ফিরে তরুণীটি এই ঘটনার কথা তাঁর পরিবারের সঙ্গে শেয়ার করেন এবং পরে যুবকটিকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু যুবকটি বিয়ে করতে অস্বীকার করে। এণনকী তরুণীটিকে এড়িয়ে চলতে শুরু করে। এর পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। যে কারণে যুবকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়।

আদালতের পর্যবেক্ষণ

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ তাঁর রায়ে উল্লেখ করেন যে, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ(১)(প্রথম) ধারার অধীনে কোনও কার্যকলাপকে তখনই অপরাধ গণ্য হবে যখন তা অনিচ্ছাকৃত ও স্পষ্ট যৌন অগ্রগতি হিসেবে দেখা যায়। বিচারপতি মন্তব্য করেন, “কিশোর-কিশোরীদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে, তাঁদের আলিঙ্গন বা চুম্বন করা স্বাভাবিক একটি বিষয়। এটি কোনওভাবেই এই ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।”

বিচারপতি আরও বলেন, এফআইআরে উল্লিখিত অভিযোগগুলি সত্য বলেও ধরে নিলে, কোনও ফৌজদারি অপরাধ সংঘটিত হয়নি। মামলাটি চালিয়ে যাওয়া হলে তা বিচার ব্যবস্থার অপব্যবহার হিসেবে গণ্য হবে। তাই আদালত ২০ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে মামলাটি খারিজ করে দেন। পাশাপাশি বিচারপতির মন্তব্য, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া এমন আচরণ যৌন হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে না।

আরও পড়ুন: নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ, বম্বে হাইকোর্টের রায়ে ১০ বছরের সাজা বহাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।