Homeখবরদেশবিহারের সব আসনেই প্রার্থী দেবে পিকের দল, গুরুত্ব নারীশক্তিতে, কেমন হবে কেন্দ্রীয়...

বিহারের সব আসনেই প্রার্থী দেবে পিকের দল, গুরুত্ব নারীশক্তিতে, কেমন হবে কেন্দ্রীয় কমিটি? জানুন বিশদে

প্রকাশিত

ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন তাঁর নতুন দল ‘জন সূরজ’-এর মাধ্যমে। দীর্ঘদিন ধরে ভোটকুশলী হিসাবে কাজ করে আসা পিকে এবার নিজেই রাজনৈতিক দল গড়ে ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। 

রবিবার তিনি ঘোষণা করেছেন, তাঁর দল ‘জন সূরজ’ ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের প্রতিটিতেই প্রার্থী দেবে। বিশেষভাবে নারীশক্তিকে গুরুত্ব দিতে চান তিনি, এবং সেই লক্ষ্যে দলের প্রাথমিক ধাপে ৪০টি আসনে মহিলা প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

‘জন সূরজ অভিযান’ থেকে ‘জন সূরজ’ পার্টি

প্রশান্ত কিশোরের রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল ‘জন সূরজ অভিযান’ নামে। প্রথমে রাজনৈতিক দল হিসাবে পরিচিত না হলেও, পরে তিনি নিজেই জন সূরজকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার ইঙ্গিত দেন। পিকে জানিয়েছেন, আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। বিহারের প্রতিটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে তিনি রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন।

মহিলা প্রার্থীতে জোর

তাঁর বক্তব্য অনুযায়ী, দলের প্রথম ধাপে ৪০টি আসনে মহিলা প্রার্থী দেওয়া হবে। তবে ভবিষ্যতে মহিলাদের অংশগ্রহণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে পিকের। তিনি বলেছেন, ২০৩০ সালের বিধানসভা নির্বাচনে ‘জন সূরজ’ থেকে ৭০-৮০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পদক্ষেপের মাধ্যমে প্রশান্ত কিশোর মহিলাদের ক্ষমতায়নকে কেন্দ্র করে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চান।

কেমন হবে কেন্দ্রীয় কমিটি

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দলটির কেন্দ্রীয় কমিটিতে সমাজের প্রতিটি শ্রেণির প্রতিনিধিত্ব থাকবে। এই কেন্দ্রীয় কমিটিতে থাকবে মোট ২৫ জন সদস্য। বিশেষভাবে, সাধারণ শ্রেণি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি (ওবিসি), অত্যন্ত পশ্চাৎপদ শ্রেণি (ইবিসি), দলিত এবং সংখ্যালঘু— এই পাঁচটি শ্রেণি থেকে সমানভাবে পাঁচজন করে প্রতিনিধি রাখা হবে। বিহারের রাজনীতিতে যাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ, যেমন ভূমিহার, ব্রাহ্মণ, রাজপুত, যাদব, দলিত এবং সংখ্যালঘুদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটি এবং দলের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে কমপক্ষে ৫,০০০ প্রস্তাবকের সমর্থন প্রয়োজন হবে। এতে বোঝা যায় যে, প্রশান্ত কিশোরের ‘জন সূরজ’ দল জনগণের বৃহত্তর অংশের সহায়তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

নেতার মেয়াদ ১ বছর

কেন্দ্রীয় কমিটির ২৫ জন সদস্য মিলে দলের নেতা নির্বাচন করবেন। দলের নেতার মেয়াদ হবে ১ বছর। প্রথম দফায় দলের নেতৃত্ব কোনও সম্প্রদায়ের প্রতিনিধির হাতে থাকবে। এরপর অন্যান্য সম্প্রদায়ের মানুষদের পর্যায়ক্রমে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে প্রশান্ত কিশোর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি দলের নেতৃত্বের অংশ হবেন না। কিন্তু তিনি ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে দলকে সম্পূর্ণ প্রস্তুত করে তুলতে চান।

প্রশান্ত কিশোরের নতুন দল নিয়ে ইতিমধ্যেই রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। পিকে নিজেও জানিয়েছেন, তাঁর রাজনৈতিক মঞ্চটি নতুন পরিবর্তনকে সমর্থন করা ব্যক্তিদের জন্য। ‘জন সূরজ’-এর মাধ্যমে প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে নতুন বাতাবরণ তৈরি করতে কতটা সফল হবেন, তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।