Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: একদিনের ম্যাচে সর্বাধিক সেঞ্চুরি, সচিনকে টপকে বিশ্বরেকর্ড বিরাট কোহলির

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: একদিনের ম্যাচে সর্বাধিক সেঞ্চুরি, সচিনকে টপকে বিশ্বরেকর্ড বিরাট কোহলির

প্রকাশিত

মুম্বই: নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে সবচেয়ে বড়ো মাইলফলকটি পেরোলেন বিরাট কোহলি। ভারতের এই কিংবদন্তি ব্যাটার একদিনের ম্যাচে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডটি গড়লেন বুধবার। এ ক্ষেত্রে তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

বিরাট কোহলি হলেন একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি ৫০টি শতরানের অধিকারী হলেন। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি একদিনের ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন। সচিন এই রেকর্ড করেছিলেন ৪৫২টি ইনিংস খেলে। আর কোহলি বিশ্বরেকর্ড করলেন ২৭৯টি ইনিংস খেলে।

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম নিউজিল্যান্ড  সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি ১০৬ বলে শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত এই ম্যাচে ১১৩ বলে ১১৭ রান করেন কোহলি। এই রানের মধ্যে ৯টি চার এবং ২টি ছয় ছিল।

ভারতের ইনিংসের ৪২তম ওভারে কোহলি তাঁর শতরানটি পান। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান করেন। কোহলির পাশাপাশি সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ারও। তিনি করেন ৭০ বলে ১০৫ রান। অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। শুভমন গিল ৬৬ বলে ৮০ রান এবং কে এল রাহুল ২০ বলে ৩৯ রান করে নট আউট থাকেন।

আরও রেকর্ড কোহলির

বুধবার সেঞ্চুরি করার পথে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙেন বিরাট কোহলি। সেটি হল কোনো একটি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড। এর আগে সচিনের রান ছিল ৬৭৩। বুধবার সচিনের রেকর্ড ভেঙে কোহলির রান দাঁড়াল ৬৭৪।

একদিনের ম্যাচ সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে বুধবার বিরাট কোহলি পেরিয়ে গেলেন রিকি পন্টিং-এর রান। এই তালিকায় তিনি চলে এলেন তৃতীয় স্থানে। তাঁর মোট রান দাঁড়াল ১৩৭৬৯। সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের (১৮৪২৬ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৪২৩৪ রান)। রিকি পন্টিং চলে গেলেন চতুর্থ স্থানে। তাঁর মোট রান ১৩৭০৪।

আরও পড়ুন    

“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল ওই নাম

সেমিফাইনালে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’, নিউজিল্যান্ড শিবিরে এই ভারতীয় বোলারকে নিয়ে আশঙ্কা

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...