Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৪: বেঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস্‌

আইপিএল ২০২৪: বেঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস্‌

প্রকাশিত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭২-৮ (রজত পতিদার ৩৪, বিরাট কোহলি ৩৩, অবেশ খান ৩-৪৪, রবিচন্দ্রন অশ্বিন ২-১৯)

রাজস্থান রয়্যালস্‌: ১৭৪-৬ (১৯ ওভার) (যশস্বী জয়সোয়াল ৪৫, রিয়ান পরাগ ৩৬, মহম্মদ সিরাজ ২-৩৩, কর্ন শর্মা ১-১৯)

অমদাবাদ: এ বারের আইপিএল খুব একটা ভালো শুরু করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কিন্তু লিগ পর্যায়ে শেষের ৬টা ম্যাচ টানা জিতে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে তাদের বিদায় নিতে হল আইপিএল থেকে। বুধবার এলিমিনেটর ম্যাচে তারা ৪ উইকেটে হেরে গেল রাজস্থান রয়্যালস্‌-এর কাছে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রাজস্থান রয়্যালস্‌-এর রবিচন্দ্রন অশ্বিন।

কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই আইপিএল-এর ফাইনালে উঠে গিয়েছে। তারা কার মুখোমুখি হবে তা স্থির হবে ২৪ মে শুক্রবার। সে দিন ‘কোয়ালিফায়ার ২’ ম্যাচে রাজস্থান রয়্যালস্‌ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। খেলা হবে চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।      

বেঙ্গালুরুর কোনো জুটিই দানা বাঁধল না

এ দিন অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস্‌। কিন্তু প্রথম ব্যাট করার সুযোগটা ভালো ভাবে কাজে লাগাতে পারল না আরসিবি। মোটামুটি নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। কোনো জুটিই দানা বাঁধতে পারেনি।   বিরাট কোহলি ও ফাফ দু প্লেসির ওপেনিং জুটিতে ওঠে ৩৭ রান। ১৪ বলে ১৭ রান করে ট্রেন্ট বোল্টের বলে রোভম্যান পাওয়েলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

বিরাটের সঙ্গী হন ক্যামেরন গ্রিন। দলের ৫৬ রানে আউট হন বিরাট। ২৪ বলে ৩৩ রান করে তিনি যজুবেন্দ্র চহলের শিকার হন তিনি। ক্যামেরন গ্রিন (২১ বলে ২৭), রজত পতিদার (২২ বলে ৩৪) এবং মহিপাল লোমরোর (১৭ বলে ৩২) কিছুটা রান আনলেও আরসিবির আর কোনো ব্যাটারের ব্যাটিংয়ে বিশেষ কিছু অবদান ছিল না। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৭২ রান। রাজস্থানের হয়ে দুর্ধর্ষ বল করেন অবেশ খান (৪৪ রান দিয়ে ৩ উইকেট) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৯ রান দিয়ে ২ উইকেট)।  

জয়ের ভিত গড়লেন যশস্বী জয়সোয়াল

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে খুব একটা খারাপ শুরু করেনি রাজস্থান রয়্যালস্‌। প্রথম দুটি উইকেটে তারা তোলে ৯.২ ওভারে ৮১ রান। জয়ের ভিতটা গড়ে দিয়ে গেলেন যশস্বী জয়সোয়াল (৩০ বলে ৪৫ রান)। তাঁকে কিছুটা সাহায্য করেন টম কোলার-ক্যাডমোর (১৫ বলে ২০ রান)।

তাঁদের কাজটা এগিয়ে নিয়ে গেলেন রিয়ান পরাগ (২৬ বলে ৩৬ রান) এবং সিমরোন হেট্মেয়ার (১৪ বলে ২৬ রান)। ১৯তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে ৬ মেরে দলকে জয়ে পৌঁছে দিলেন রোভম্যান পাওয়েল। ৬ বল বাকি থাকতেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রাজস্থান।

আরও পড়ুন     

আইপিএল ২০২৪: ফাইনালে কেকেআর, এখনও একটা সুযোগ থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর 

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস রচনা করল বৈভব সূর্যবংশী। গত মাসেই ১৪ বছর হয়েছে তার...

স্বাধীনতা দিবসের পরই বাংলাদেশ সফরে ভারত, সাদা বলের সিরিজে বিশ্রামে থাকছেন সিনিয়ররা?

১৭ অগস্ট থেকে শুরু ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ়। মিরপুর ও চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। বিশ্রামে রোহিত, বিরাটরা? বাংলাদেশ সফরে যেতে পারেন তরুণরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে