Homeভ্রমণভ্রমণের খবরকেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ‘শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’-এর খেতাব দিল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রামকে  

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ‘শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’-এর খেতাব দিল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রামকে  

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: ‘ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’ হিসাবে স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। কিরীটেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত এই গ্রাম। কিরীটেশ্বরী গ্রামকে এই খেতাব দেওয়া হয়েছে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে।

দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৯৫টি আবেদন জমা পড়েছিল। তাদের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। আর সেই প্রতিযোগিতাতেই সেরার শিরোপা পেল কিরীটেশ্বরী গ্রাম। এই খেতাব পাওয়ার খবরটি টুইট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য তিনি গ্রামের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)  লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা!’’

কিরীটেশ্বরী গ্রামের আদত নাম ‘কিরীটকণা’ বা ‘কিরীটকোনা’। কিন্তু কিরীটেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত এই গ্রাম লোকমুখে কিরীটেশ্বরী নামেই পরিচিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই কিরীটেশ্বরী গ্রাম। বৈষ্ণবধর্মের অন্যতম পীঠস্থান ডহপাড়া ধাম থেকেও এর দূরত্ব পাঁচ কিলোমিটার।

কিরীটেশ্বরী মন্দির শক্তিপীঠগুলির অন্যতম। এখানে সতীর ‘কিরীট’ অর্থাৎ মুকুটের কণা পড়েছিল। তাই এই দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকা হয়। যে হেতু এখানে দেবীর কোনো অঙ্গ পড়েনি, তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ ‘পূর্ণ পীঠস্থান’ না বলে ‘উপপীঠ’ বলে থাকেন।          

kiriteshwari murshidabad 22.09

কিরীটেশ্বরী মন্দির।

তবে শুধু কিরীটেশ্বরী মন্দিরই নয়, ভাগীরথীর পশ্চিম পারের এই গ্রামে বেশ কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। জঙ্গলাকীর্ণ এই সব ধ্বংসাবশেষ অতীত গৌরবের কথা মনে করিয়ে দেয়। এই কিরীটেশ্বরী মন্দির শাক্তসাধনার অন্যতম স্থল। ইতিহাস থেকে জানা যায়, ১৪০৫ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তার পরে ১৯ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করান।

গ্রামের বাসিন্দারা অধিকাংশই মুসলিম। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সহায়তাতেই রক্ষিত হচ্ছে হিন্দুধর্মের এই শক্তিপীঠ। মন্দিরের পরিচালন কমিটিতেও রয়েছেন একাধিক মুসলিম সদস্য। গ্রামের বাসিন্দারা মনে করেন, যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছে এই কিরীটেশ্বরী গ্রাম, তারই স্বীকৃতিস্বরূপ মিলেছে ‘সেরা পর্যটন গ্রাম’ হওয়ার খেতাব।

আরও পড়ুন

দিল্লি থেকে দু’ দিনের ছুটিতে: চলুন জয়পুর

সাম্প্রতিকতম

১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

খবর অনলাইন ডেস্ক: গত ৪০ বছরে এত ভোট পড়েনি জম্মু-কাশ্মীরের বরামুলা কেন্দ্রে। বিকেল ৫টা...

তেন্দুপাতা তুলে আর ঘরে ফেরা হল না! ছত্তীসগঢ়ে পিকআপ ভ্যান উল্টে ১৪ মহিলা-সহ মৃত ১৫ শ্রমিক

রায়পুর: সোমবার ছত্তীসগঢ়ের কওয়ার্ধা জেলার কুকদুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান উল্টে ১৫...

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুর্বল বাঁধ মেরামতির ওপরে নজর দিক প্রশাসন

শ্রয়ণ সেন হুংকার দিচ্ছে বঙ্গোপসাগর। আর কিছু দিনের মধ্যেই সেখানে জন্ম নেবে একটি ঘূর্ণিঝড়।...

মোটামুটি শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব

খবর অনলাইন ডেস্ক:  লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে।...

আরও পড়ুন

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

খবর অনলাইন ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে...

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের...