Homeদুর্গাপার্বণ২১তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন ‘শুভ বিজয়া’ জানাচ্ছে সকলকে

২১তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন ‘শুভ বিজয়া’ জানাচ্ছে সকলকে

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: বিজয়ার বার্তা বিষাদের নয়, বিজয়ার বার্তা আনন্দের। বিষাদের নয়,  বিজয়া সাফল্যের উৎসব। তাই কেষ্টপুর প্রফুল্লকানন সকলকে জানাচ্ছে ‘শুভ বিজয়া’। এ বছর কেষ্টপুর প্রফুল্লকাননের পুজো ২১তম বর্ষে পড়ল। এ বছর তাদের পুজোর থিম ‘শুভ বিজয়া’।

কেষ্টপুর প্রফুল্লকানন দুর্গাপূজার কর্মকর্তা কার্তিক রায় জানান, মহাপঞ্চমী থেকে বিজয় দশমী, এই ছ’ দিন ধরে ষোড়শ উপাচারে মায়ের আরাধনা করা হয়। বিজয়াদশমীর দিন ‘শুভ বিজয়া’ সম্ভাষণের মধ্যে দিয়ে কিছুটা বিষাদগ্রস্ত মন নিয়েই সকলে মায়ের পুজোর সমাপন করেন।

কার্তিকবাবুর কথায়, “প্রতি বছরই মা আসেন আমাদের কাছে। ছ’ দিনের পুজোর মধ্য দিয়ে মা দুর্গা হরণ করেন আমাদের মনের মধ্যে থাকা ছয় রিপুকে। শেষে বিজয়ায় লাভ হয় এক শুদ্ধ আত্মার। আবার এক নতুনের জন্ম হয়। তাই মা দুর্গার করুণায় এই উৎসব সাফল্যের, এ উৎসব উল্লাসের। এ উৎসব বিষাদের নয়। তাই আমরা একে অপরকে ‘শুভ বিজয়া’ বলে সম্ভাষণ জানাই।”

কেষ্টপুর প্রফুল্লকাননে এ বারের পুজোয় সামগ্রিক সৃজনের দায়িত্বে রয়েছেন দীপাঞ্জন দে। দীপাঞ্জনবাবুর কথায়, “আমাদের এখানে মূল থিমের নাম দিয়েছি শুভ বিজয়া। ছ’ দিনের দুর্গাপুজোয় বিভিন্ন পর্যায় থাকে। মায়ের আবাহন, পুজো, ধ্যান, আহুতি ও শেষে মায়ের নিরঞ্জন। প্রতিমা তো প্রতীকীস্বরূপ। মা যে অসুর নিধন করছেন তা তো আদতে আমাদের অন্তরে থাকা ষড়রিপু। আদতে আমাদের অন্তরে থাকা ষড়রিপুর বিসর্জন হচ্ছে আর আমাদের আত্মার জয়লাভ হচ্ছে। থিমের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে, প্রতিমার নিরঞ্জন হল আসলে মানুষের ষড়রিপুর নিরঞ্জন।”

থিমশিল্পী দীপাঞ্জনবাবু জানালেন, মণ্ডপের যাবতীয় সজ্জা হচ্ছে নৌকাকে ঘিরে।  মণ্ডপের সজ্জায় লোহা, পেতল, টিনের মতো শক্ত উপাদানের পাশাপাশি খড়ের মতো নরম উপাদানও ব্যবহার করা হয়েছে। ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে মণ্ডপ। মূল মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে নদীর অববাহিকা। প্রায় ৩০ ফুটের বেশি চওড়া একটা বিশাল নৌকা থাকছে। তার ওপর আরও ৮ খানা নৌকা থাকছে। ভিডিও প্রোজেকশন থাকছে। মূল প্রবেশপথে ৬টা চালচিত্র থাকছে। বিসর্জনের পর যে ভাবে মাটিতে গেঁথে থাকে সে ভাবে রাখা হচ্ছে।

দীপাঞ্জনবাবু আরও জানালেন, ছ’ রকম উপাদান দিয়ে চালচিত্র বানিয়ে ছটি রিপু বোঝানো হবে। এই ছ’টি উপাদান হল খড়, তামা, পেতল, লোহা, অ্যালুমিনিয়াম ও বাঁশ। এই ছয় উপাদান দিয়েই তৈরি হচ্ছে চালচিত্র। গোটা মণ্ডপসজ্জায় একটা ‘ছয়ের’ খেলা আছে। আর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে ঠাকুর।

কেষ্টপুর প্রফুল্লকাননের পুজোয় প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন নিখিল মিস্ত্রি। আলো নির্দেশনার দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক এবং আবহ নির্মাণের দায়িত্বে রয়েছেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের ৭৪তম বছরে থিম ‘পদ্মালয়ে পদার্পণ’

পাহাড় বাঁচানোর আবেদন নিয়ে বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দের পুজোর থিম ’শৈলার্তি’  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...