Homeখবরকলকাতাবড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

প্রকাশিত

নীলাদ্রি পাল

প্রকৃত ইতিহাসই পারে মানবসমাজকে এগিয়ে নিয়ে যেতে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ তার এগিয়ে চলার পথকে সুগম করতে পারে। অনেক সময় ইতিহাসকে বিকৃত করে সমাজের সামনে পেশ করা হয়েছে বা হয়ে চলেছে। 

মানুষকে প্রকৃত ও সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে সাবর্ণ সংগ্রহশালা নিরন্তর কাজ করে চলেছে। এই কাজের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর কলকাতার পর্যটন মানচিত্রে কয়েক মাস আগে সাবর্ণ সংগ্রহশালাকে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে দিয়েছে। আর একই পাসে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটন দফতর চালু করেছে ‘ইন্টিগ্রেটেড সিটি পাস’।  

sabarna exhibition 3 06.02
উত্তমকুমারকে নিয়ে প্রদর্শনীর একাংশ।

২০০৬ সাল থেকে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় প্রতি বছর আন্তর্জাতিক ইতিহাস উৎসবের আয়োজন করে চলেছে। এই বছরের আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা হল ৫ ফেব্রুয়ারি। বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও সাবর্ণ সংগ্রহশালার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অরুণ বন্দোপাধ্যায়, নীলাদ্রি লাহিড়ী, সুদীপ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং ‘নেতাজি সুভাষ’ বাংলা টিভি সিরিয়ালে নেতাজির ছোটোবেলার চরিত্রে অভিনয় করা অঙ্কিত মজুমদার। 

আন্তর্জাতিক ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি কেনিয়া। কেনিয়ার বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়েছে এই ইতিহাস উৎসবে। এ ছাড়াও রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হয়েছে শিল্পী সংসদের সহযোগিতায় অভিনেতা উত্তমকুমার এবং সংগীতশিল্পী বিমান মুখোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে প্রদর্শিত হয়েছে স্বাধীনতার তিন দিন পরে অর্থাৎ ১৯৪৭-এর ১৮ আগস্ট উত্তমকুমার তথা  অরুণকুমার মুখার্জির সই করা কলকাতা পোর্ট ট্রাস্টের ক্যাশ বিভাগে করণিক হিসেবে যোগ দেওয়ার জন্য এক হাজার টাকা জমা দেওয়া একটি রসিদের কপি। এ ছাড়াও রয়েছে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছায়াছবির হাতে লেখা মূল ম্যানুস্ক্রিপ্টটি। প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মানুষদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

sabarna exhibition 2 06.02
অরুণ কুমার মুখার্জির সই করা রসিদ।

২০২২-এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্ণ হওয়ার পাশাপাশি ঋষি অরবিন্দের জন্মের সার্ধ শতবর্ষ পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ঋষি অরবিন্দ সম্পর্কে নানা তথ্য ও ইতিহাসের উপাদানও প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস উৎসবে।

এই উৎসবে প্রদর্শনীর মাধ্যমে সাধক রামপ্রসাদের সঙ্গে সাবর্ণ পরিবারের সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে সাধক রামপ্রসাদের দস্তখত করা মোঘল আমলের কাবুলতিপত্র প্রদর্শিত হয়েছে।

sabarna exhibition 4 06.02
অনুষ্ঠানে ডাক্তার পার্থসারথি মুখার্জিকে বরণ করা হচ্ছে।

উদ্বোধনের দিন বিকেলে ছিল মজাদার একটি কুইজের আসর। বিভিন্ন ক্ষেত্রের ইতিহাসের ওপর ভিত্তি করে এই কুইজের আসরটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিকেলের এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট, বাঙালিবাদী ডাক্তার পার্থসারথি মুখার্জি। একই ঘটনার ইতিহাসের বিভিন্ন মতবাদের বিষয়ে উল্লেখ করেন তিনি। ইতিহাস আর সঠিক ইতিহাসের আলাদা আলাদা বিষয়গুলির ওপরও আলোকপাত করে ইতিহাস কেন মতবাদের ঊর্ধ্বে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। ইতিহাসকে আবেগবর্জিত ও আরও বেশি তথ্যনির্ভর হওয়ার কথা বলেন। না হলে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করেন ডা. মুখার্জি। 

আন্তর্জাতিক এই ইতিহাস উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

মৃত প্রায় ১৯০০, আহত ৫ হাজারেরও বেশি মানুষ! দফায় দফায় ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়

‘ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’, নির্বাচনী প্রচারে দাবি মমতার

সাম্প্রতিকতম

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

খবর অনলাইন ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

খবর অনলাইন ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

খবর অনলাইন ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর...

সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

খবর অনলাইন ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি...

আরও পড়ুন

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে নারায়ণা হেলথ্‌-এর সহায়তায় স্বাস্থ্যপরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরের অন্যতম বৃহৎ সাংবাদিক-সংগঠন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব রবিবার স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন...

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।