Homeখেলাধুলো'এখানেই খাব এবং ঘুমাব', ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

‘এখানেই খাব এবং ঘুমাব’, ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

প্রকাশিত

নয়াদিল্লি: ফের ধর্নায় বসলেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷

কেন্দ্রীয় দিল্লির কনৌট প্লেস থানায় ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দাখিল করা হয়নি। এ ব্যাপারে দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তাঁরা হতাশ যে এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি প্যানেলের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তাঁর কথায়, “আমরা চাই যে রিপোর্টে মহিলা কুস্তিগিরদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, তা প্রকাশ্যে আনা হোক। এটি একটি সংবেদনশীল বিষয়, অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে”। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগকারীদের নাম ফাঁস করা উচিত নয়।

দেশের আরেক শীর্ষ কুস্তিগির বজরং পুনিয়া বলেন, “ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

বিনেশ ফোগাটের অভিযোগ, “যত দিন না বিচার পাই আমরা এখানেই খাব এবং ঘুমাব। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বাকি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি গত তিন মাস ধরে। কমিটির তরফেও কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমাদের ফোন ধরা হয় না। আমরা দেশের জন্য পদক জিতেছি। কিন্তু তার পরেও আমাদের কেরিয়ার ঝুঁকির মধ্যে।”

প্রসঙ্গত, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে গত ২৩ জানুয়ারী কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছিল ক্রীড়ামন্ত্রক। বলা হয়েছিল, এক মাসের মধ্যে নিজের রিপোর্ট জমা করবে। পরে, এর জন্য দুই সপ্তাহের সময়সীমাও বাড়ানো হয়। প্রতিবাদী কুস্তিগিরদের জেদের কাছে নতিস্বীকার করে তদন্ত প্যানেলে ববিতা ফোগাটকে ষষ্ঠ সদস্য হিসাবে যুক্ত করা হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহে কমিটি নিজের রিপোর্ট জমা করলেও তা মন্ত্রকের তরফে এখনও প্রকাশ্যে আনা হয়নি। একটি সূত্র জানায়, বেশ কয়েকটি শুনানির পরও কুস্তিগিররা ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি!

অন্য দিকে, ব্রিজভূষণের অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ জাতীয় স্তরে একটাও প্রতিযোগিতায় নামেনি। সেটা নিয়ে কথা বলেছি বলেই তাঁর উপর রাগ। তাই তাঁকে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

সাম্প্রতিকতম

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

আরও পড়ুন

৪X৪০০ মিটার রিলে দৌড়ে ভারতের পুরুষ ও মহিলা দল প্যারিস অলিম্পিক্সে যাচ্ছে  

খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলাদের ৪X৪০০...

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...