Homeখবরদেশতিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: তিন জন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পর হরিয়ানায় নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাল। ওই তিন বিধায়ক ঘোষণা করেছেন চলতি সাধারণ নির্বাচনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন।

ওই তিন নির্দল বিধায়ক হলেন পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান, নিলোখেরির বিধায়ক ধর্মপাল গোন্ডার এবং দাদরির বিধায়ক সমবীর সিং সাঙ্গোয়ান। হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় চিঠি লিখে ওই তিন বিধায়ক জানিয়েছেন, তাঁরা সাইনির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন। রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা অবিলম্বে নবাব সিং সাইনির পদত্যাগ দাবি করেছেন।   

তাঁদের সমর্থন তুলে নেওয়া প্রসঙ্গে পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান বলেন, “তিন নির্দল বিধায়ক বিজেপির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। আমি আমার এলাকার জনগণের সঙ্গে কথা বলছিলাম। কী করা উচিত আমাদের। তাঁদের সমস্ত পরামর্শ শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি…জনগণের অনেক অভিযোগ আছে…কৃষকরা সংকটে রয়েছে…আমরা কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”  

এ বছরের শেষের দিকে হরিয়ানা বিধানসভার নির্বাচন হওয়ার কথা। গত মার্চে মনোহরলাল খট্টরকে সরিয়ে কুরুক্ষেত্র কেন্দ্রের সাংসদ নবাব সিং সাইনিকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়। ২০১৪ এবং ২০১৯-এর বিধানসভা নির্বাচন জিরে মনোহরলাল খট্টর দু’ দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এবার লোকসভা নির্বাচনে তাঁকে কর্নাল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছ।

হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের রয়েছে ৩০ জন বিধায়ক। এ ছাড়াও আছে বিজেপির প্রাক্তন সঙ্গী জননায়ক জনতা পার্টির (জেজেপি) ১০ জন এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) ১ জন বিধায়ক। মেহম কেন্দ্রের নির্দল বিধায়ক বলরাজ কুন্ডু তাঁর অবস্থান স্পষ্ট করে জানাননি।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় এনডিএ-র বিধায়ক সংখ্যা ৪২। এর মধ্যে বিজেপির ৪০, এইচএলপি ১ এবং নির্দল ১। বাকি নির্দলদের সমর্থনে এত দিন বিজেপি সরকার চলে এসেছে। বিধানসভার ২টি আসন খালি রয়েছে। আগামী ২৫ মে হরিয়ানার ১০টি লোকসভা আসনে ভোট হওয়ার কথা।

আরও পড়ুন

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭% 

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

সাইন ল্যাঙ্গুয়েজে অ্যাপ বানিয়ে অনেকের মুখে ভাষা জোগাচ্ছেন রূপমণি ছেত্রী

শৈশব থেকেই মূক ও বধির হওয়ায় একাকিত্বকে তীব্র ভাবে অনুভব করেছেন দার্জিলিংয়ের বাসিন্দা রূপমণি...

উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী ভাবে পাবেন

উৎসবের মরশুম চলছে। অনেকেই বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাইছেন। কেউ আবার...

মহারাষ্ট্রের গড়চিরোলির আদিবাসী মহিলাদের কাছে সাক্ষাৎ দুর্গা ডা. রানি

মহারাষ্ট্রের জঙ্গলে ঘেরা জনপদ গড়চিরোলি। আদিবাসী অধ্যুষিত গড়চিরোলির গ্রামে ঋতুমতী মেয়েদের ঋতুস্রাব চলার সময়...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত